বাংলাদেশি নাগরিকদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে প্রকাশ (PROKAS) বাংলাদেশ সরকার, সুশীল সমাজ এবং বেসরকারি খাতকে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেছে।
শ্রম অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে PROKAS (প্রকাশ) জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন বাংলাদেশী সংস্থাকে সহায়তা করছে। প্রকাশের এই প্রকল্পটি “নিরাপদ শ্রম অভিবাসন” নামে পরিচিত। এই প্রকল্পের আওতায় আই আই ডি জাতীয় পর্যায়ে এবং রামরু, বোমসা, ইপসা এবং ওয়ারবি স্থানীয় পর্যায়ে প্রকাশের সাথে কাজ করছে।