Bibhui Logo2
  • পরিচিতি
  • জানুন
  • খবর

বাংলাদেশি নাগরিকদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে প্রকাশ (PROKAS) বাংলাদেশ সরকার, সুশীল সমাজ এবং বেসরকারি খাতকে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেছে।

শ্রম অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে PROKAS (প্রকাশ) জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন বাংলাদেশী সংস্থাকে সহায়তা করছে। প্রকাশের এই প্রকল্পটি “নিরাপদ শ্রম অভিবাসন” নামে পরিচিত। এই প্রকল্পের আওতায় আই আই ডি জাতীয় পর্যায়ে এবং রামরু, বোমসা, ইপসা এবং ওয়ারবি স্থানীয় পর্যায়ে প্রকাশের সাথে কাজ করছে।

“নিরাপদ শ্রম অভিবাসন” প্রকল্পের অধীনে প্রকাশের চার অংশীদার প্রতিষ্ঠান (রামরু, বোমসা, ইপসা এবং ওয়ারবি) বিদেশে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের অভিবাসন প্রক্রিয়া সুন্দর ও সহজতর করার উদ্দেশ্যে চারটি ভিন্ন কার্যপদ্ধতি প্রতিষ্ঠা করেছে। ইতিমধ্যে চারটি জেলায় (টাংগাইল, নড়াইল, চট্টগ্রাম ও কুমিল্লা) এ চারটি প্রতিষ্ঠান তাদের পাইলট কার্যক্রম শুরু করেছে।

আই আই ডি এই চারটি পাইলট কার্যক্রম থেকে তথ্য সংশ্লেষণ করে সর্বাধিক কার্যকরী পদ্ধতি বাছাই করবে এবং একই সাথে নিরাপদ শ্রম অভিবাসনের জন্য কার্যকরী নিয়ম এবং বিধান উন্নয়নে জাতীয় পর্যায়ে কাজ করছে।

সহযোগী প্রতিষ্ঠানসমূহ
নীড়পাতাযোগাযোগ
© সর্ব স্বত্ব সংরক্ষিত