১লা মার্চ, ২০১৭ ইং তারিখে আইআইডি সভাকক্ষ্যে কালেক্টিভ অ্যাকশন সেলফ অ্যাসেসমেন্ট সার্ভে (কাসা)র একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। গবেষণা এবং তথ্য উপাত্ত ভিত্তিক পাবলিক পলিসির ক্ষেত্রে আইআইডির দক্ষতা নিরূপণই ছিলো এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য। আইআইডি সহকর্মীদের মধ্যে একাধিক গ্রুপ আলোচনা এবং পারস্পারিক আলোচনার মাধ্যমে কর্মশালাটি পরিচালিত হয়।