জলবায়ু পরিবর্তনের কারণে সংঘঠিত অভিবাসন বা জলবায়ু উদ্বাস্তু সমস্যা মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইআইডি এবং আইক্যাড আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকুল প্রভাবের ফলে উদ্বাস্তু হওয়া বা অভিবাসন নিতে বাধ্য হওয়া এমন মানুষদের প্রতি নীতিনির্ধারকদের সত্ত্বর দৃষ্টি দেওয়া প্রয়োজন।
বাংলাদেশের নাগরিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ সরকার, সুশীল সমাজ এবং বেসরকারি উদ্যোগগুলোকে একসুতোয় নিয়ে আসার জন্য বাংলাদেশে বৃটিশ কাউন্সিল এর উদ্যোগ ‘প্রকাশ’ এর সাথে অংশীদারের ভিত্তিতে আইআইডি এবং আইক্যাড যৌথভাবে গত ২৯ মার্চ, ২০১৭ তারিখে কোয়ার্টারলি রিফ্লেকশন ওয়ার্কশপ আয়োজন করে।
এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে শ্রম অভিবাসনকে নিরাপদ ও ঝামেলামুক্ত করা এবং জলবায়ু পরিবর্তন এর নেতিবাচক প্রভাবকে সুষ্ঠভাবে মোকাবেলা করতে একধাপ এগিয়ে নেয়া। অনান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট (আইক্যাড) এর পরিচালক সালিমুল হক, বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিস (বিকাস) এর নির্বাহী পরিচালক ড আতিক রহমান, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাঈদ সাইফুল হক, প্রকাশ এর চীফ অফ পার্টি ক্যাথরিন সিসিল।
সুন্দর ও নিরাপদ অভিবাসন ইস্যুতে ইয়াং পাওয়ার ইন সোস্যাল একসন (ইপসা), বাংলাদেশ অভিবাসি মহিলা শ্রমিক এসোসিয়েসন (বোমসা), ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেসন এবং রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এর সাথে অংশীদার হয়ে কাজ করছে আইআইডি। অন্যদিকে আইক্যাড অংশীদারের ভিত্তিতে কাজ করছে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভাইরনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), কোস্ট ট্রাস্ট, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভিলিহুড (সিএসআরএল) এবং বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিসবিকাস।
সকল অংশীদারদের কাজের অভিজ্ঞতা, সমস্যা এবং এখন পর্যন্ত পাওয়া শিক্ষাগুলোকে অন্য সকল অংশীদারদের সামনে তুলে ধরার জন্য কোয়ারটারলি রিফ্লেকসন ওয়ার্কসপ এর আয়োজন করা হয়।
অংশীদারগণ জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন একই সরলরেখায় দেখতে চান এবং ভবিষ্যতে যুথবদ্ধ হয়ে কাজ করার প্রয়াস পান।