‘নিরাপদ শ্রম অভিবাসন বাস্তবায়ন’ এর উপর আলোচনার উদ্দেশ্যে ১০ ই মে, ২০১৭ এ আই আই ডি ১১ তম পলিসি ব্রেকফাস্টের আয়োজন করে। আলোচনার মূল বক্তব্য ছিল নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়া অর্জনে প্রতিবন্ধকতাসমূহ এবং অতিরিক্ত শ্রম অভিবাসন খরচ কমানো কেন প্রয়োজনীয় ও কী কী পন্থা অবলম্বন করা জরুরি।
পলিসি ব্রেকফাস্টের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ তাসনীম সিদ্দিক, আই ও এম এর প্রধান আবদুস সাত্তার এবং এমপি রোকসানা ইয়াসমিন ছুটি।
অংশগ্রহণকারীগণ নিরাপদ শ্রম অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেমন অভিবাসনের সাথে সম্পর্কিত পদ্ধতিতে সমস্যা, নিয়ম ও প্রবিধানের সঠিক বাস্তবায়নের অভাব, এবং আরো গুরুত্বপূর্ণ হলো মধ্যস্থতাকারীদের অস্তিত্ব। অবৈধ পধতিতে অভিবাসন রোধ করতে এবং অভিবাসী কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ কমানোর জন্য কোন কোন উপায়ে মধ্যস্থতাকারীদের নিয়ম ও আইনি ব্যবস্থার মধ্যে আনা যায় এ সম্পর্কেও অংশগ্রহণকারীগণ মতামত প্রদান করেন। এছাড়াও, অভিবাসন খরচ নির্ভর করে অভিবাসী কর্মীদের দক্ষতার উপর; যে সকল অভিবাসী কর্মী দক্ষ তুলনামূলক ভাবে তারা অদক্ষ কর্মীদের থেকে অভিবাসনে কম টাকা খরচ করে।
শ্রম অভিবাসন প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব গভীর আগ্রহ প্রকাশ করেন এবং সকল অংশগ্রহণকারীকে এ ব্যপারে পরামর্শ দেয়ার জন্য উৎসাহিত করেন।